আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

0
215

খবর৭১ঃ আফগানিস্তানের জনপ্রিয় এক ক ও হাইপ্রোফাইল ব্যক্তিত্ব বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। ওই নারী সাংবাদিকের নাম মিনা মঙ্গল।

শনিবার (১১ মে) সকালে দেশটির রাজধানী কাবুলে এ ঘটনা ঘটে।

গার্ডিয়ানের খবরে জানানো হয়েছে, মিনা আফগানিস্তানের একাধিক সংবাদমাধ্যমে কাজ করেছেন। দেশটির শীর্ষ তিন টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা ছিলেন তিনি। কাজ করেছেন আফগানিস্তান প্রশাসনের হয়েও। দেশটির সংসদে সাংস্কৃতিক বিষয়ক দফতরের উপদেষ্টা ছিলেন মিনা।

এ হত্যাকাণ্ডের পরই দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। বন্দুকধারীকে চিহ্নিত করা যায়নি। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।

আফগানিস্তানে তালিবান জঙ্গিদের হামলার ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু সাংবাদিক বা সংবাদমাধ্যমের কর্মীদের হত্যার ঘটনা খুব কমই। আর তাই মিনা হত্যার ঘটনাকে নতুন কিছুর ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here