বাংলার মানুষ ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবেই: প্রধানমন্ত্রী

0
336

খবর৭১ঃ সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ষড়যন্ত্র অতীতেও হয়েছে, এখনও হচ্ছে। এদের রুখে দিতে সবাই এক থাকুন। বাংলার মানুষ ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবেই।’

বৃহস্পতিবার (৯ মে) লন্ডনের স্থানীয় সময় বিকেলে তাজ হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা ও দলের সহযোগী সংগঠনগুলো এ মতবিনিময় সভার আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচার আমরা করেছি। খুনি ও অর্থ পাচারকারীদের ক্ষমা নেই। তাদের অবশ্যই শাস্তি হবে। এদের জাতি কোনোদিন ক্ষমা করবে না।’

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আদালত খুনি ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে রায় দিয়েছে। আমরা এই রায় কার্যকরের পদক্ষেপ নেবো। অপরাধীরা যত স্লোগানই দিক, যত তিরস্কারই করুক- শাস্তি তাদের অবশ্যই পেতে হবে।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপি আমাদের সরকারের বিরুদ্ধে প্রতিদিন মিথ্যা অভিযোগ করেই যাচ্ছে। ষড়যন্ত্র করাই বিএনপির চরিত্র। তারা জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। আসলে বিএনপির জন্মই মিথ্যার মধ্য দিয়ে।’

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here