এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম মারল তরুণী

0
248

খবর৭১ঃঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে প্রচারণার সময় প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম ছুড়ে মেরেছেন এক তরুণী। তবে ডিমটি ভাঙেনি।

ক্যানবেরার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত অ্যালবারি শহরে কান্ট্রি উইমেন অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান চলাকালে ঘটনাটি ঘটে। খবর বিবিসির।

সংবাদমাধ্যমে বলা হয়, আগামী ১৮ মে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনের প্রচারণায় গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। সেখানে তিনি নারীদের ওই অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠান চলাকালীন এক তরুণী প্রধানমন্ত্রীর মাথায় ডিম ছুড়ে মারেন। কিন্তু ডিমটি ভাঙেনি। এ সময় হুড়োহুড়িতে একজন বয়স্ক নারী সেখানে পড়ে যান।

এ সময় সেখান থেকে ওই তরুণীকে গ্রেফতার করে দেশটির পুলিশ। তবে কেন ওই তরুণী প্রধানমন্ত্রীর মাথায় ডিম মেরেছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ধরনের কর্মকাণ্ডকে ভীরুতা বলে উল্লেখ করেন।

এর আগে মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার বিষয়ে অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী সিনেটর ফ্রেজার অ্যানিং মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় তার মাথায় ডিম ভেঙে ভিডিও ধারণ করেন উইল কনোলি নামে এক তরুণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here