ঢাকা আর্ট কলেজের নবীন বরন- ২০১৯

0
1043
নবীন বরন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাকা আর্ট কলেজের অধ্যক্ষ শিল্পী গোবিন্দ রায়।

খবর৭১ঃ গত ১ এপ্রিল ২০১৯ তারিখে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ভাবে বরন করে নেয়া হলো বিএফএ অনার্স এবং বিএফএ প্রি-ডিগ্রীর ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের।

নবীন বরন  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেন্য চিত্রশিল্পী অলকেশ ঘোষ, ঢাকা  আর্ট কলেজের অধ্যক্ষ চিত্রশিল্পী গোবিন্দ রায় এবং  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইটিং বিভাগের প্রভাষক শিল্পী কামাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক বৃন্দ। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীর মিলনে মুখরিত ছিল কলেজ প্রাঙ্গন।
শিল্পী  অলকেষ ঘোষ তার বক্তব্য বলেন “জন্ম লগ্ন থেকেই ঢাকা আর্ট কলেজ  নতুন শিল্পী তৈরিতে অগ্রনী ভূমিকা পালন করে আসছে”।
শিল্পী কামাল উদ্দিন বলেন “চিত্রকলার প্রাতিষ্ঠানিক রীতি শিক্ষাদান ছাড়াও শিক্ষার্থীদের জাতীয় এবং আন্তর্জাতিক কমর্শালা ও প্রদর্শনীতে অংশগ্রহণের যে সুযোগ ঢাকা আর্ট কলেজ করে দিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার।
শিল্পী অধ্যক্ষ গোবিন্দ রায় তার বক্তব্যে বলেন, অামরা শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনের জন্য তৈরি করতে চেষ্টা করি। তারা যেন ভৌগলিক সীমারেখা  অতিক্রম করে তারা নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here