শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০, দেয়া হচ্ছে গণকবর

0
444

খবর ৭১: শ্রীলঙ্কায় চার্চ ও হোটেলে রোববারের ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। মঙ্গল পুলিশ এ কথা জানিয়েছে।

এদিকে, নিহতদের গণকবর দেয়া শুরু হয়েছে। দেশটিতে চলছে রাষ্ট্রীয় শোক। জারি করা হয়েছে জরুরি অবস্থা। তিন মিনিটের নীরবতা পালন করেছে দেশটি।

শ্রীলঙ্কা সরকার এ ঘটনায় স্থানীয় উগ্রবাদী গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাতকে (এনটিজে) দায়ী করেছে।

পুলিশ এ পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করেছে।

উত্তর কলম্বোর নেগোম্বো এলাকায় অবস্থিত সেন্ট সেবাস্টিয়ান চার্চে প্রথম গণকবরের আয়োজন করা হয়েছে। এ চার্চটিও রোববারের আক্রমণে আক্রান্ত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫০০ জন।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here