সৌদি যুবরাজকে ‘আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্ব’র সম্মাননা দিয়েছে পাকিস্তান

0
472

খবর৭১ঃ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ২০১৮
সালের ‘আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্ব’র সম্মাননা দিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার ইসলামাবাদে রাষ্ট্রপতি আরিফ আলভীর উপস্থিতিতে পাকিস্তান ওলামা কাউন্সিল (পিউসি) সৌদি যুবরাজকে ২০১৮ সালের সেরা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ঘোষণা করে।

যুবরাজের পক্ষে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল মালিকি রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।

পাকিস্তান উলামা কাউন্সিল জানায়, ইসলামের খেদমতে যুবরাজের অসামান্য অবদান, দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণ, ইয়েমেন,ফিলিস্তিনে মুসলনমানদের অধিকার রক্ষাসহ পাক-ভারত উত্তেজনা নিরসনে সৌদি যুবরাজের ভূমিকার কারণে তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে।

অনুষ্ঠানে কাবা শরিফের ইমাম ড. শাইখ আবদুল্লাহ আওদ আল জাহুনি মুসলিম বিশ্বের ঐক্য ও সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে সন্ত্রাসবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের দমনে কাজ করার আহ্বান জানান।

সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের গভীর সম্পর্কের কথা জানিয়ে প্রেসিডেন্ট ডা. আরিফ আলভী বলেন, পাকিস্তানের সঙ্গে সৌদির ভ্রাতৃত্বমূলক সম্পর্কের কারণে এ দু’দেশ মুসলিম বিশ্বে অনেক অসামান্য অবদান রেখেছে।

সূত্র: জিয়ো নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here