আর ঘুষ খাব না’ শপথ নিলেন সোনালী ব্যাংকের কর্মকর্তারা

0
518

খবর৭১ঃ সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা শপথ নিয়েছেন, এখন থেকে আর ঘুষ খাবেন না।

গতকাল (সোমবার) রাজধানীর আইডিবি ভবনে ব্যাংকের বার্ষিক সম্মেলনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা এ শপথ নেন। শপথ পড়ান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী অবৈধ অর্থে শাস্তি বিষয়ক কোরআনের আয়াত তিলাওয়াত করেন।

এবং উপস্থিত ব্যাংকের কর্মকর্তাদের কাছে ঘুষ না খেতে প্রতিশ্রুতি নেন। এসময় কর্মীরা ঘুষ না খাওয়ার প্রতিশ্রুতি দিয়ে শপথ পড়েন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন আমি তাদের ট্যাগ লাইন একটি দিয়েছিলাম। সেটা হলো ‘এখানে আপনার একটি স্বপ্ন আছে’। আর এখন অর্থ মন্ত্রণালয়ে আসার পর আমি ট্যাগ লাইন দিয়েছি, ‘আমরা আপনার সততায় বিশ্বাসী’।

সততার সঙ্গে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছাব বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, সোনালী ব্যাংক অনেক সেক্টরে ভালো করছে। তবে তাদের প্রভিশন ঘাটতি অনেক বেশি।

সোনালী ব্যাংকের অবলোপনকৃত ঋণের পরিমাণ খুব একটা কমেনি জানিয়ে তিনি বলেন, শ্রেণিকৃত ঋণের (খেলাপি ঋণ) উন্নতি দেখা যাচ্ছে না। শ্রেণিকৃত ঋণের ৯০ শতাংশই মন্দ। এ বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে।

শ্রেণিকৃত ঋণ আদায়ে প্রথমেই মামলা না করে আলোচনার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করতে পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here