নাচোলে অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
252

জোহরুল ইসলাম,নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার নাচোল মহিলা ডিগ্রি কলেজে হলরুমে দিনব্যাপী এ অটিজম বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবেলিটিজ (এনএএডি) এর উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ‘অটিজম ও নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধিতা’ বিষয়ক উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিতে এ অবহিতকরণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খাঁন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি,নওগাঁ সরকারি কলেজের সহকারি অধ্যপক(কৃষি বিভাগ) ডঃরফিকুল ইসলাম,রাজশাহী সিটি কলেজের প্রভাষক(মনোবিজ্ঞান) সাকিলা সুলতানা,নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃজাহাঙ্গীর আলম,নাচোল থানার ওসি চৌধুরি জোবায়ের আহাম্মদ সহ গণমাধ্যম কর্মীরা।এ কর্মশালায় প্রতিবন্ধি ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা আইন-২০১৩ এর বিষয় নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, অটিজম একটি বিশেষ মানসিক অবস্থা। তাই অটিস্টিক শিশুদের প্রতি পরিবার ও সমাজের বিশেষ নজর ও যতেœর প্রয়োজন। আমরা সকলে মিলে তাদের প্রতি সহানুভূতিশীল হলেই তারা স্বাভাবিক জীবন যাপনে অভ্যাস্থ হতে পারে।দিনব্যাপী এ কর্মশালায় অটিস্টিক শিশু, অভিভাবক, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here