নীল নকশা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষনা

0
361

খবর৭১:আওয়ামী লীগ আবারো ১৪ সালের মতো পাতানো নির্বাচন করতে চায় অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ শেষ না করেই তাদের নীল নকশা অনুযায়ী নির্বাচন কমিশন (ইসি) তফসিল দিয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না করলে বিরোধী দল কেমনে প্রচার প্রচারণা চালাবে। তারা যদি নীল নকশার নির্বাচন করতে চায়, তাহলে সেটা কতোটুকু ফলপ্রসূ হবে, তাও প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা।

খোকন বলেন, যেই অর্থে শহীদ নূর হোসেন জীবন উৎসর্গ করেছেন, সেই অর্থে কার্যত কোনো গণতন্ত্রই দেশে বিদ্যমান নেই। নূর হোসেনের জীবন থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান করতে হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here