তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

0
275

খবর৭১: বিনা নোটিশে কারখানা বন্ধ করায় মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।
মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে গোল্ডস্টার নামে একটি পোশাক কারখানার কয়েকশ বিক্ষুব্ধ শ্রমিক তেজতুরিবাজার এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন।

এ সময় ফার্মগেট থেকে কারওয়ানবাজার পর্যন্ত সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সমস্যা সমাধানে মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, গত ঈদুল ফিতরের বোনাসও তাদের দেয়নি মালিকপক্ষ। তার ওপর পূর্ব ঘোষণা ছাড়াই আজ মঙ্গলবার থেকে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ পোশাক শ্রমিকদের কিছু না জানিয়ে এটি গাজীপুর বিসিকে সরিয়ে নিচ্ছে।

তেজগাঁও জোনের এডিসি সাত্যকি কবিরাজ যুগান্তরকে বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সমস্যা সমাধানের মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে সড়ক থেকে তুলে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
খবর৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here