৩ দিনের সফরে ঢাকা আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

0
343

খবর৭১:তিন দিনের সফরে আগামী ১৩ জুলাই ঢাকা আসছেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আমন্ত্রণে এ সফর করবেন তিনি।

সফরকালে আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন রাজনাথ সিং।
কূটনৈতিক সূত্র জানায়, সফরের দ্বিতীয় দিন (১৪ জুলাই) রাজনাথ সিং রাজধানীর বারিধারায় কূটনৈতিক জোনের কাছে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করবেন। ১৮ হাজার বর্গফুট আয়তনের ওই আবেদন কেন্দ্রে একসঙ্গে ৭০০ ব্যক্তির বসার ব্যবস্থা থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কূটনীতিক গতকাল সোমবার কালের কণ্ঠকে জানান, নতুন কেন্দ্রটিতে ভিসার আবেদনপত্র জমা দেওয়ার জন্য ৫০টিরও বেশি কাউন্টার থাকবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য আগাম ‘অ্যাপয়নমেন্ট’ বা ‘ই-টোকেন’ ব্যবস্থা থাকবে না। আবেদনকারীরা অনলাইনে আবেদনপত্র পূরণ করে তার প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি ভিসা আবেদন জমা দিতে পারবে।

ওই কূটনীতিক আরো জানান, ভিসা আবেদন কেন্দ্রে প্রবেশের সময় একটি টোকেন দেওয়া হবে। সেখানে কাউন্টার নম্বর, সিরিয়াল নম্বর ও আবেদনপত্র জমা দেওয়ার সম্ভাব্য সময় উল্লেখ থাকবে। আবেদনকারী আবেদনপত্র জমা দিতে সেখানে অপেক্ষা করতে পারবে কিংবা নির্দিষ্ট সময়ে গিয়েও জমা দিতে পারবে।

ঢাকার কর্মকর্তারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফর নিয়ে দুই দেশের মধ্যে কাজ চলছে। ভারতের কাছে নিরাপত্তাই অগ্রাধিকার। বর্তমানে দুই দেশের মধ্যে নিরাপত্তা খাতে নিবিড় সম্পর্ক রয়েছে। রাজনাথ সিং ভারত সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী। তাঁর এ সফরে দুই দেশের নিরাপত্তা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here