চুয়াডাঙ্গার নান্তিপুর সীমান্ত থেকে ৩৭ কেজি ওজনের ৩২০টি স্বর্ণ বার জব্দ করেছে বিজিবি

0
337

আব্দুস সালাম,  চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দর্শনা নান্তিপুর সীমান্ত দিয়ে ৩৬ কেজি ৯২৮ গ্রাম স্বর্ণ ভারতে পাচারের সময় বিজিবি জব্দ করেছে। এসময় পাচারকারীদের হামলায় বিজিবি সদস্য রিপন আহত হয়।

চুয়াডাঙ্গাস্থ -৬ বিজিবি জানায়, আজ বুধবার দর্শনা নাস্তিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান পাচার হবে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ৬ সদস্যর একটি দল সকাল ১০টা থেকে নাস্তিপুর ৮০ নং প্রধান পিলারের ১১ নং টি পিলার বরাবর অবস্থান নেয়। বেলা সাড়ে ১২টার দিকে ৩ জন চোরাকারবারী স্বর্ণ পাচারে উদ্দেশ্যে সীমান্তের শুন্য রেখা বরাবর পৌছে। হাবিলদার বীরেন সরকারের নেত্রীত্বে ৬ সদস্য বিজিবি দল স্বর্ণ বহনকারী ৩জনকে থামতে বলে। এসময় চোরাকারবারীরা রিপন (২৮) নামে এক বিজিবি সদস্যকে আহত করে স্বর্ণের বার ভর্তি ২টি ব্যাগ নিয়ে মাথাভাঙ্গা নদী লাফ দেয়। পরে বিজিবি প্রায় ২ঘন্টা ধরে নদীতে অভিযান চালিয়ে ব্যাগ দুটি জব্দ করে। ব্যাগ তল্লাশী করে ৩২০ পিস স্বর্ণের বার যার ওজন ৩৬ কেজি ৯২৮ গ্রাম পাওয়া যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ঈমাম হাসান জানান, বেশ কিছু দিন ধরে আমাদের কাছে তথ্য ছিলো দর্শনা নাস্তিপুর সীমান্ত দিয়ে একটি বড় ধরণের স্বর্ণের চালান ভারতে পাচার হবে। এরপর থেকে দর্শনা নাস্তিপুরসহ দামুড়হুদা উপজেলার সকল সীমান্তে বিজিবি টহল জোরদার করা হয়। এদিকে এঘটনার পর কুষ্টিয়া সেক্টর কমান্ডার আরশাদ হোসেন নাস্তিপুর সীমান্ত পরিদর্শন করেন একং সীমান্তে বিজিবি টহল আরো জোরদার করতে নির্দেশ প্রদান করেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here