ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কোনো প্রতিষ্ঠানের অবহেলার নজির নেই: ওবায়দুল কাদের

0
494
রোহিঙ্গাদের ফেরাতে কৌশলী অবস্থানে সরকার: ওবায়দুল কাদের

খবর৭১ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের কোনো প্রতিষ্ঠানের অবহেলার নজির নেই।’ শনিবার রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

সমন্বিত ও সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে পরিস্থিতি তদারকি করছেন। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণে প্রথম দিকে প্রক্রিয়া ধীরগতি হলেও বর্তমানে সরকারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। এক মুহূর্তের জন্যও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কোনো শাখা কোনো প্রতিষ্ঠান শৈথিল্য প্রকাশ প্রদর্শনের নজির নেই।’

পাশাপাশি ‘বিআরটিসির অনিয়ম দুনীতি বন্ধ করে এই প্রতিষ্ঠানকে লাভজনক করতে সরকার কঠিন হতে যাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি বিআরটিসির ব্যাপারে কঠিন হতে চলেছি। বিআরটিসি থেকে দুর্নীতি-অনিয়ম বন্ধ করা হবে। নতুন গাড়িগুলো এসে বহর আরো সমৃদ্ধ হয়েছে। আপনারা সহযোগিতা করলে বিআরটিসিকে লাভবান করা সম্ভব। এই প্রতিষ্ঠানকে লাভজনক করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করবো।’

তিনি আরও বলেন, ‘দুনীতিমুক্ত না হলে বিআরটিসি লাভের মুখ দেখবে না। লাভের গুড় এখানে পিপড়ায় খেয়ে ফেলে। লাভের গুড় যখন পিপড়ায় খেয়ে ফেলে তখন লোকসান ছাড়া লাভ হবে না। বিআরটিসিকে লাভজনক করতে হবে।’

বিআরটিসি শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। বক্তব্য রাখেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, অর্থ সম্পাদক সুলতান আহমদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here