মুরাদনগরে যুবক খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দি শেষে কারাগারে সুমন

0
815
মুরাদনগরে যুবক খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তি জবানবন্দি শেষে কারাগারে সুমন

মোঃ রাসেল মিয়া, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামে পুকুরে গোসল করাকে কেন্দ্র করে জাবেদকে কুপিয়ে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে এক জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সন্দেহভাজন গ্রেফতারকৃত ঐ যুবক উপজেলার সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের মৃত ফজর আলীর ছেলে সুমন মিয়া(২০)।

রবিবার বিকেলে কুমিল্লা জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট ৮ নং আমলি আদালতের বিচারক মোহাম্মদ শামসুর রহমানের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহম্মেদ জানান, গত ১৭ আগস্ট শনিবার রাতে উপজেলার বাখরাবাদ এলাকা থেকে জাবেদ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে সুমনকে গ্রেফতার করা হয়। পরে সুমন মিয়া রবিবার বিকালে কুমিল্লার ৮নং আমলী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান শেষে তাকে কুমিল্লা জেল-হাজতে প্ররণ করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট (শনিবার) উপজেলার হিরাকান্দা গ্রামের আবদুর রহমান ছেলে জাবেদকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন একই গ্রামের আবদুল আউয়ালের পরিবারের লোকজন। পরদিন রবিবার রাতে (১১ আগস্ট) নিহতের পিতা বাদী হয়ে ৯ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ১০/১৫জনকে আসামী করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫। মামলা দায়েরের পর এজাহার নামীয় কোন আসামী গ্রেফতার না হলেও ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের সুমন মিয়াকে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here