মিরপুরে আগুন: পানি সংকটে ফায়ার সার্ভিস কর্মীরা

0
464
মিরপুরে অগ্নিকান্ডঃ আড়াই হাজার ঘর পুড়ে ছাই

খবর৭১ঃ রাজধানীর মিরপুর ৭ রূপনগর থানার পেছনে চলন্তিকার মোড়ে বস্তিতে লাগা আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পানি সরবরাহে বেগ পেতে হচ্ছে তাদের। আগুন নিয়ন্ত্রণে পানির সংকট কাটিয়ে উঠতে আশেপাশের বহুতল ভবনের রিজার্ভ ট্যাঙ্কিতে পানির পাইপ লাগিয়ে মেশিনের সাহায্যে ঘটনাস্থলে পানি সরবরাহ করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

জানা যায়, ওই এলাকার পাশাপাশি রূপনগর বস্তি, চলন্তিকা বস্তি ও ৭ নম্বর আরামবাগ বস্তি রয়েছে। তিনটি বস্তির মাঝে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রায় ১০ হাজারের মতো ঘর রয়েছে বস্তিগুলোতে। ঈদ উপলক্ষ্যে অধিকাংশ ঘরের বাসিন্দারাই ঢাকার বাইরে। তালাবদ্ধ ঘরগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। এদিকে ক্ষতিগ্রস্তদের আহাজারিতে ভারি হয়ে গেছে বাইরের পরিবেশ। চলন্তিকার মোড়ের সবকটি রাস্তায় সাধারণ যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here