এশিয়ায় মহামারী আকারে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

0
679

খবর৭১ঃ শুধু বাংলাদেশ নয়, এশিয়ার বেশ কয়েকটি দেশে প্রতিনিয়ত ডেঙ্গুজ্বরে মানুষ আক্রান্ত হচ্ছে। এশিয়ায় ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ছে।

সিঙ্গাপুরে এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা ৬৫২। এ বছর দেশটিতে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আট হাজার ২৩টি। এছাড়া শ্রীলংকা, ফিলিপাইন, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও ভিয়েতনামেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। খবর এপি ও এএফপির।

ফিলিপাইনের স্বাস্থ্য অধিদফতর জানায়, এ বছর দেশটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের তুলনায় ৮৫ ভাগ বেশি। ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঘটেছে।

এমন পরিস্থিতিতে দেশজুড়ে জাতীয় ডেঙ্গু সতর্কতা জারি করেছে ফিলিপাইন। ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় শহর ভিসাইয়াসের সরকারি কর্মকর্তারা জানান, এ বছর এখানে ছয় হাজার ৩০০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ। এখানে প্রতিদিন ৩০ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হচ্ছে।

এ বছর থাইল্যান্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬২ জনের মৃত্যু হয়েছে। ৪৪ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এক সপ্তাহে হাসপাতালে প্রায় সাড়ে চার হাজার রোগী ভর্তি হয়েছে।

ডেঙ্গুতে মালয়েশিয়ায় একজন মারা গেছে। প্রায় চার হাজার মানুষ আক্রান্ত হয়েছে। শ্রীলংকার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশটিতে ডেঙ্গুজ্বরে ২২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। জানা গেছে, বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক বেড়ে যায়। কয়েক দশক ধরে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বর্ষাকালে ডেঙ্গু আশঙ্কাজনক হারে বাড়ছে।

আইএফআরসি’র এশিয়া-প্যাসিফিকের স্বাস্থ্য সমন্বয়ক তার্হি হেইনাসমাকি জানান, জলবায়ু পরিবর্তন ও ভাইরাসের কারণে ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ছে।

ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়াতে এশিয়াজুড়ে ন্যাশনাল রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি নানা কর্মসূচি হাতে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here