স্পিকারের সঙ্গে সিপিএ সেক্রেটারি জেনারেল আকবর খানের সাক্ষাৎ

0
608

খবর৭১ঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গতকাল নিউইয়র্কে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) সেক্রেটারি জেনারেল আকবর খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা সিপিএ’র কার্যক্রম নিয়ে আলোচনা করেন। পরে ড. শিরীন শারমিন নিউইয়র্কে জাতিসংঘের ইকোসক চেম্বারে হাই লেভেল পলিটিক্যাল ফোরাম (এইচএলপিএফ) এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এর আগে এইচএলপিএফ-এ অংশগ্রহণ উপলক্ষে নিউইয়র্ক সফরররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী ‘কার্যকর উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক অংশীদারিত্ব (জিপিইডিসি)’ এর সিনিয়র-লেভেল মিটিং (এসএলএম)-এ অংশ নেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, ড. শিরীন শারমিন চৌধুরী প্রথম বাংলাদেশি হিসেবে ২০১৭ সালের ৭ নভেম্বর পর্যন্ত তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ১-৮ নভেম্বর তাঁর নেতৃত্বে ঢাকায় সিপিএ’র ৬৩তম সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়।

২০১৪ সালের ৮ অক্টোবর তিনি সিপিএ নির্বাহী কমিটির ২১তম চেয়ারপার্সন নির্বাচিত হন।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সফররত ড. শিরীন শারমিন নিউইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি জাতিসংঘের ইকোসক চেম্বারে হাই লেভেল পলিটিক্যাল ফোরাম (এইচএলপিএফ) এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

এর আগে ‘কার্যকর উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক অংশীদারিত্ব (জিপিইডিসি)’ এর শীর্ষক সিনিয়র-লেভেল মিটিং (এসএলএম)-এ অংশ নেন তিনি। এই ফোরামের কো-চেয়ার হিসেবে সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান এমপি । এসময় পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে এসডিজি’র বাস্তবায়নের অগগ্রতি তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here