রুমায় ভারী বর্ষণে রুমা-বান্দরবান সড়ক বিচ্ছিন্ন; পর্যটন কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ: উপজেলা প্রশাসন

0
665

মংহাইথুই মারমা-বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে রুমা উপজেলার গত ৬ই জুলাই হতে টানা ৩দিন ভারী বর্ষণের কারনে রুমা হতে বান্দরবান সড়ক বিচ্ছিন্ন হয়ে পরেছে। ভারী বষর্নের ফলে এলাকারবাসীদের উপজেলা প্রশাসন নিরাপদ আশ্রয় কেন্দ্রে থাকার জন্য গত ৭রা জুলাই থেকে মাইকিং করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ট্যুরিস্ট গাইডের এক মতবিনিময় সভায় ঋঝুক ঝণার্ ও কেওক্রাডং পাহাড়ে সাময়িক ভাবে বন্ধ রাখার র্নিদেশনা দিয়েছে উপজেলা প্রসাশন। সে সাথে ট্যুরিস্ট গাইডের মৌলিক বিষয়ে সর্তক মূলক অনুযায়ী পযার্টক বাহীর সাথে পরিদর্শনের সময়কালীন কোন মাদকদ্রব্যের সাথে সংপৃক্ত না রাখার জন্য নিদের্শনা জারী করেছেন। নিয়ন-নীতি অবলম্বন করলে ট্যুরিস্ট গাইডের পরিচয় পত্র কার্ড বাতিল করা হবে বলে

জানিয়েছেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামসুল আলম।
তার সাথে, বিদ্যুৎ ২দিন যাবতৎ কোন সংযোগ না থাকার ব্যাংকের কোন অর্থ লেনদেন,বিভিন্ন সরকারি-বেসকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী গ্রাহক ভোক্তাভোগীদের নানান সমস্যা দেখে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here