বিচারকদের নামের আগে ‘ডক্টর’ ‘ব্যারিস্টার’ কোনো উপাধি নয়: হাইকোর্ট

0
499

খবর৭১ঃ নিম্ন আদালতের বিচারকদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি না লেখার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত বলেন, বিচারকের নামের আগে অন্য কোনো উপাধী গ্রহণযোগ্য নয়।

পরে ওই কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ বলেন, ‘ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামে একজন আইনজীবী।

ওই আবেদনের শুনানির সময় আদালত দেখতে পান বিচারকের নামের আগে ডক্টর পদবী লেখা আছে। তখন আদালত স্বপ্রণোদিতভাবে আদেশ দেন, ‘নিম্ন আদালতের কোনো বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনো পদবি লিখতে পারবেন না।’

আদালত বলেছেন, বিচারকের পরিচয় হচ্ছে বিচারক, হাকিমের পরিচয় হাকিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here