সৈয়দপুরে রবির আলোর মেধা বৃত্তির পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

0
619

মিজানুর রহমান মিলন,সৈয়দপুর থেকেঃ
সৈয়দপুরে রবির আলো ডে কেয়ার সেন্টার আয়োজিত ২০১৮ সালে অনুষ্ঠিত ‘আলোকিত মুখ’ মেধা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের পুরাতন বাবুপাড়ার রবি’র আলো ডে কেয়ার সেন্টারে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সৈয়দপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-২ মো. শাহীন আকতার শাহিন ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আল-মামুন-সরকার। সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. ফরতাজ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য বলেন রবি’র ডে কেয়ার সেন্টারের পরিচালক মো. রবিউল ইসলাম খাঁন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন অভিভাবক তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছা. মাহ্ফুজা খাতুন, অভিভাবক মো. এমদাদুল হক ও মো. কাইয়ুম ইসলাম প্রমূখ।অনুষ্ঠানে সাংসদ পুত্র ইঞ্জিনিয়ার মো. রাশেদ- উজ- জামান রাশেদ, সুধীজন, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো. মেহেদী হাসান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাবেয়া আলীম বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আর তাই আজকের এই শিশুদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আগামীর ভবিষ্যত ওইসব শিশুরাই দেশ পরিচালনার নেতৃত্ব দিবেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। আর সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রয়োজন। তাই তোমাদেরকেই সুশিক্ষিত হয়ে সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্ঠান শেষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত ৬৫ জন আলোকিত মেধাবী ছাত্রছাত্রীর মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য রাবেয়া আলীম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here