একজন স্বেচ্ছা সেবক ও মেধাবী রফিককে বাঁচাতে এগিয়ে আসুন

0
467

শেরপুর থেকে আবু হানিফ : একজন স্বেচ্ছাসেবক বাংলাদেশ স্কাউটস রোভার শাখার সক্রিয় সদস্য ও মেধাবী রফিকুল ইসলাম ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ওয়ার্ড-২০০, বেড- ৭, NSU- II) চিকিৎসাধীন আছে। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান রফিক এখন অর্থাভাবে চিকিৎসা করা যাচ্ছেনা। তাই সবার কাছে এ স্বেচ্ছাসেককে বাঁচাতে আর্থিক সহায়তা চেয়েছে তার পরিবার।
জানা গেছে, শেরপুরের নকলা উপজেলার কামারপট্টি (গ্রীণ রোড) নিবাসী মোঃ আব্দুল আজিজ (পেশায় একজন পিঠা বিক্রেতা) এর বড় ছেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র (এস.এস.সি- ২০১৫ ইং ব্যাচ), শেরপুর সরকারি কলেজে ডিগ্রি ১ম বর্ষে অধ্যয়নরত মেধাবী ছাত্র, রোভার স্কাউট ইউনিটের সক্রিয় রোভার মেম্বার। রফিক ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ওয়ার্ড-২০০, বেড- ৭, NSU- II) চিকিৎসাধীন। কিন্তু রফিকের পরিবার আর্থিকভাবে চিকিৎসার খরচ বহন করতে অক্ষম। রফিকের বাবা (মোঃ আব্দুল আজিজ) পেশায় একজন পিঠা বিক্রেতা, সে নকলা শহরের মধ্যবাজারের প্রধান সড়ক সংলগ্নে প্রতিনিয়ত পিঠা বিক্রি করে আসছে। তার পক্ষে রফিকের চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। তাই তিনি ছেলে রফিকের জীবন বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসবে এ কামনা আমাদেরও।
১ জুলাই থেকে ব্লাড ব্যাংক অফ নকলা এর সহযোগীতায় নকলা শহরের বিভিন্ন স্থান থেকে আর্থিক সহযোগীতা উত্তোলনের কার্যক্রম পরিচালিত হবে। এতে সবার সহায়তা চাওয়া হয়েছে।
আর্থিক সহায়তা প্রদান করতে যোগাযোগ করুন, 01936-332917 ( সাব্বির আলম প্রান্ত), 01988-935960 ( আব্দুল্লাহ আল-আমিন), 01731-999898 ( মকিব হোসেন মামুন), 01785-949995 ( মাহমুদুল হাসান জিহাদ), 01710-155153 ( রাকিবুর রহমান রাকিব), 01775-838483 ( রাকিবুল হাসান রাজু)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here