নড়াইল জেলা পুলিশের সাথে মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা করলেন খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি

0
509

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলা পুলিশের সকল সদস্যদের নিয়ে মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম পিপিএম। বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নড়াইল পুলিশ লাইন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা অনুষ্ঠান শুরুর আগে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম পিপিএম নড়াইলে পৌঁছালে তাঁকে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সালামি প্রদান করা হয়। সালামি প্রদান শেষে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, সহকারি পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রিপন বিশ্বাস, নড়াইলের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ডিআইও-১ সহ নড়াইল পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও কর্মচারীগণ। মতবিনিময় চলাকালে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম পিপিএম বলেন, মাদক ও জঙ্গিবাদের সাথে কোনও আপোষ নয়। এদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করতে হবে। দেশ, রাষ্ট্র, সমাজকে বাঁচাতে হলে সবাইকে একযোগে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে। দেশের সম্পদ তরুণ-যুব সমাজকে রক্ষা করতে হবে। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, দেশ এখন তলা বিহীন ঝুড়িতে নেই। দেশের বিরুদ্ধে দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে মাদকের বিস্তার ঐ ষড়যন্ত্রেরই অংশ। জাতির পিতা বঙ্গবন্ধুর দেশে কোন ষড়যন্ত্রই সফল হবে না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাদক ও জঙ্গিবাদ বিরোধী চলমান অভিযানে নড়াইলবাসীকে অংশগ্রহণের আহবান জানান তিনি। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে যুদ্ধ করতে হবে। আমরা দেশ থেকে মাদক ও জঙ্গি নির্মূল করবই। উল্লেখ্য যে, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম পিপিএম এর আহ্বানে নড়াইল জেলার সকল পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সেই সাথে নড়াইল জেলাকে অচিরেই মাদকমুক্ত জেলাকরণের লক্ষে সকলেই একযোগে কাজ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হন। সেই সাথে মতবিনিময় সভা শেষে নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) এর আয়োজনে নড়াইল পুলিশ লাইন অডিটোরিয়ামে বড় খানার আয়োজন করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here