দুপুরে ঐক্যফ্রন্টের জনসভা, আসছে কঠোর কর্মসূচি

0
288

খবর৭১ঃআগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও সবার কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে ঘোষিত ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ মঙ্গলবার দুপুর ২টায় অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা।
জনসভায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি। আজকের এই জনসভাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যেও চাঙ্গাভাব দেখা গেছে। নগরীর প্রতিটি ওয়ার্ড ও ঢাকার আশপাশের জেলাগুলো থেকেও বিএনপি নেতাকর্মীরা এই জনসভায় যোগ দেবেন।
রাজধানীতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম জনসভা হওয়ায় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলেও এনিয়ে ব্যাপক কৌতুহল রয়েছে। এছাড়া দাবি আদায়ে আজকের জনসভা থেকে আসতে পারে কঠোর কর্মসূচি।
জানা গেছে, ৭ দফা দাবি আদায়ে তারা সরকারকে নির্দিষ্ট সময়ও বেঁধে দিতে পারেন ঐক্যফ্রন্ট নেতারা।
বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় এমনই আভাস দিয়েছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here