সখিপুরে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও কেন্দ্র কমিটি গঠনে যুবদল-ছাত্রদলের আলোচনা

0
542

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের সখিপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও কেন্দ্র কমিটি গঠনে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরণের নির্দেশে এবং যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উদ্যোগে প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ অক্টেবর ২০১৮ইং) বিকালে সখিপুর বাজার এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সখিপুর থানা যুবদলের সাবেক সাধারণ  সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, যুগ্ম সম্পাদক আফজাল , সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সরদার, সাধারণ সম্পাদক জিসানসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় যুবদল নেতা কামরুল হাসান রাজিব সরদার বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আবারও ক্ষমতায় এসে জনগণের কাঙ্খিত গণতন্ত্র ফিরিয়ে দেবে। এজন্য দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার   আন্দোলনে শরীক হতে হবে। আর সেজন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তাঁর নির্দেশে আগামী দিনে গণতন্ত্র পূণরুদ্ধারের জন্য যে কোন আন্দোলনে অংশগ্রহণের জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। এছাড়াও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধের সকল মামলা প্রত্যাহার ও কারাবন্দী বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। এছাড়াও জানাতে চাই  বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়েই বিএনপি নির্বাচনে যাবে, ইনশাআল্লাহ। আর শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন তথা শরীয়তপুর জেলা বিএনপির কান্ডারী, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরণের  সাথে    আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, আগামীতেও থাকবো।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here