​রূপচর্চায় ভাতের মাড়!

0
288

খবর৭১ঃ নানা ধরণের ফাস্টফুড, চাইনজি, থাই কিংবা দক্ষিণ ভারতীয় খাবার যতই পছন্দ হোক হোক না কেন ভাতের কাছে কিন্তু ঠিকই ফিরে যাবেন। আপনি যদি ‘বসা’ ভাত রান্না না করেন তবে ভাতের মাড় পাওয়া যাবেই। ভাতের মাড় গ্রামাঞ্চলে গবাদীপশুর খাবার এবং বড়-জোড় ব্যবহৃত হয় কাপড়ে। কিন্তু ভাতের মাড় আপনি ব্যবহার করতে পারেন রূপচরর্চাতেও।

জেনে নিন ভাতের মাড় ব্যবহার করলে রূপচর্চায় কী কী উপকার পাবেন—

• মশ্চেরাইজার হিসেবে ভাল কাজ করে ভাতের মাড়। ত্বককে হাইড্রেটেড রাখে।

• ভাতের মাড় দিয়ে ত্বকে লাগালে ত্বক পরিষ্কার হয়।

• ত্বকের কালচে ভাব দূর হয়।

• ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে এবং সেই সাথে ত্বক নরম হয়।

• বলিরেখা ও ডার্ক সার্কেল দূর হয়।

• ব্রণ দূর করতেও ভাতের মাড়সি ব্যবহার করতে পারেন।।

• চুলের কন্ডিশনার হিসেবেও ভাল কাজ করে ভাতের মাড়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here