​ডিএনসিসি’র অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি, ৫ দিনে প্রতিবেদন

0
314

খবর৭১ঃ রাজধানীর গুলশান-১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অগ্নিকাণ্ডের দায়-দায়িত্ব ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যতের করণীয় সম্পর্কে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ডিএনসিসি প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

কমিটির সদস্যরা হলেন- ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা, আইন কর্মকর্তা, সম্পত্তি কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী (অঞ্চল-৩) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন প্রতিনিধি। তাছাড়া তত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

গুলশান-১ এর ডিএনসিসি কাঁচা বাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা শনিবার বিকেল ৫টায় মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মেয়র ব্যবসায়ীদেরকে জানান, তদন্ত কমিটির রিপোর্ট জমা দেয়ার পর এই মার্কেটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে অগ্নি নিরাপত্তার বিষয়ে কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

শনিবার (৩০ মার্চ) সকাল ৬টার দিকে এই মার্কেটের কাঁচাবাজার অংশে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী প্রায় ৩ ঘণ্টা যৌথ প্রচেষ্টা চালিয়ে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো ঘটনা না ঘটলেও কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। আগুনে ২৯১টি দোকানের কিছুই অবশিষ্ট নাই। পুড়ে ছাই হয়েছে সবগুলো দোকান। সর্বস্বান্ত হয়ে দোকানদারদের আর্তনাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here