​এটি অপূর্ণাঙ্গ নির্বাচন: ইসি মাহবুব

0
307

খবর৭১:প্রধান বিরোধী দলগুলো অংশগ্রহণ না করাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

তিনি বলেছেন, ‘রাজনৈতিক পরিচয়ে মেয়র পদে নির্বাচন হচ্ছে। কিন্তু প্রধান বিরোধী দলগুলো এতে অংশগ্রহণ না করে এটি অংশগ্রহণমূলক নির্বাচন নয়। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তাতে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে উৎসাহ দেখা যায় না।’

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তার নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব তালুকদার বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের এই নির্বাচন অপূর্ণাঙ্গ নির্বাচন। এই নির্বাচন পাঁচ বছর পরপর হবে। তবে এখন যারা নির্বাচিত হবেন তারা মাত্র এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। এই জন্যই আমি এটা অপূর্ণাঙ্গ নির্বাচন বলেছি।’

তিনি বলেন, ‘নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও আইনগত হতে হবে। কোনো প্রকার পক্ষপাতিত্ব বা শিথিলতা সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটারদের আসা যাওয়ার পথে পূর্ণ নিরাপত্তা দেবে। ভোটারগণ নিজেদের ইচ্ছা অনুযায়ী ভোট দেবেন। রাজনৈতিক অবস্থা যাই হোক না কেন, নির্বাচনী ব্যবস্থা যেন তাতে প্রভাবান্বিত না হয় এটাই প্রত্যাশা।’

রাজধানীর মগবাজার ইস্পাহানি স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন আলোচিত নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘সরকারদলীয় মেয়র পদের পোলিং এজেন্ট ছাড়া আর কোনো প্রার্থীর পোলিং এজেন্ট সেখানে ছিলেন না। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সেখানে অবস্থিত পাঁচটি ভোটকেন্দ্রে মাত্র ৩৮৫ জন ভোট দিয়েছেন। পাঁচটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৪১৩ জন।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here