​আজ বাঘিনীদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই

0
271

খবর৭১: নারী এশিয়া কাপের ফাইনালে আজ বাংলার বাঘিনীদের মুখোমুখি হবে প্রতিবেশী শক্তিশালী ভারত। বাংলাদেশ সময় রবিবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

গতকাল শনিবার (৯ জুন) স্বাগতিক মালয়েশিয়াকে ৭০ রানের উড়িয়ে দিয়ে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ওঠার ইতিহাস গড়ে সালমা বাহিনী।

ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই সালমা-জাহানারা মালয়েশিয়ার পথে উড়াল দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। লক্ষ্যে প্রথম ম্যাচে হোচট খায় শামিমা-আয়েশারা।

হোচটের পরই রুখে দাঁড়ায় বাংলার মেয়েরা। পরের ম্যাচেই শক্তিশালী পাকিস্তানকে বধ করে শামিমা-নিজার সুলতানারা। এরপর আরেক শক্তিশালী ভারতকে ৭ উইকেটে উড়িয়ে দেয় তারা। পরেরদিন নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে পাত্তাই দেয়নি সালমা-নাহিদারা। সর্বশেষ শনিবার স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে বাংলাদেশ।

সাকিব বাহিনী যখন ব্যর্থ, যখন হতাশায় ডুবিয়েছে বাংলার সমর্থকদের, তখন সালমা বাহিনী সেই হতাশ-আশা ভঙ্গ সমর্থকদের মুখে হাসি ফোটাচ্ছে। ফাইনালে ভারতকে উড়িয়ে নতুন ইতিহাস গড়বে বাংলার বাঘিনীরা এমনটাই আশা কোটি সমর্থকদের।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here