৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

0
432
৯ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু

খবর৭১ঃ ঝিনাইদহের সাবদারপুর স্টেশনে লাইনচ্যুত হওয়া গোয়ালন্দ থেকে খুলনাগামী ‘নকশীকাঁথা’ মেইল ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরের দিকে ইঞ্জিনটি উদ্ধার করা হয়। এর ফলে প্রায় ৯ ঘণ্টা ধরে বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার শুরু হল।

এর আগে রবিবার রাত ৮টা ১৫ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

রেলের পশ্চিম জোনের পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, লুপ লাইনে ইঞ্জিন ও এর সঙ্গের লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তিনি আরো জানান, পাকশী থেকে রিলিফ ট্রেন রওনা হয়ে গেছে।

ঈশ্বরদী স্টেশনে খুলনাগামী একটি প্যাসেঞ্জার ট্রেন থামিয়ে রাখা হয়েছে। তবে রবিবার দিবাগত রাত পর্যন্ত অন্য কোনো ট্রেন আটকা পড়েনি বলে জানিয়েছিলেন পাকশী ডিভিশনের ট্রেন কন্ট্রোলার নজরুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here