৮ বল খেলেই ম্যাচ সেরা

0
543

খবর৭১ঃমাত্র আটটি বল খেলেছেন। তাই ম্যাচর গতিপ্রকৃতি বদলে দিয়েছিলেন তিনি। আর ইনিংস শেষ হতেই পেয়েছেন ম্যাচ সেরার শিরোপা।

ঘটনা নিধাহাস ট্রফির। ত্রিদেশীয় টুর্নামেন্ট। ভারত ও বাংলাদেশের সঙ্গে ছিল শ্রীলঙ্কা। টি টোয়েন্টি ফরম্যাটের সেই ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে। ২০ ওভারে ১৬৬ রান করে বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নামে ভারত। ভারতের জেতার জন্য দরকার ছিল ১২ বলে ৩৪ রান।

বিজয় শঙ্কর ১৫ বলে ১২ রান করে মাঠে ছিলেন। প্যাভিলিয়নে ফিরে যান হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিক ব্যাট করতে নামেন।

১৯ তম ওভারে বল করতে নামে রুবেল হোসেন। রুবেলের ওভারে ২২ রান নেন কার্তিক।

শেষ ওভারে জেতার জন্য দরকার ছিল ১২ রান। সৌম্য সরকারের প্রথম বলটি ওয়াইড করেন। দ্বিতীয় বলে শঙ্কর রান করতে পারেননি। তৃতীয় বলে কার্তিক এক রান নেন। চতুর্থ বলে বিজয় শঙ্কর বাউন্ডারি হাঁকান। পঞ্চম বলে ফিরে যান তিনি।

শেষ বলে জেতার জন্য দরকার ছিল ৫ রান। সৌম্য সরকারের শেষ বলে ছক্কা মেরে ভারতকে জিতিয়ে দেন কার্তিক। মাত্র ৮ বলে ২৯ রান করেন। ম্যাচ জেতানো ওই ইনিংস কার্তিককে ম্যাচের সেরা করে দেয়।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here