৭ বাম দল নিয়ে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ গঠিত

0
317

খবর ৭১: দেশে নতুন একটি রাজনৈতিক জোট গঠিত হয়েছে সাতটি বাম দল নিয়ে। ‘গণতান্ত্রিক বাম ঐক্য’ নামে নতুন জোটের ঘোষণা দেওয়া হয়েছে আজ রবিবার সকালে। নবগঠিত এই জোটের আহ্বায়ক হয়েছেন কমরেড ডা. এম এ সামাদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ বাম জোট আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

জোটের আহ্বায়ক কমরেড ডা. এম এ সামাদ বলেন, আদর্শহীন, নীতিহীন, ক্ষমতালিপ্সু বর্তমান শাসকগোষ্ঠী দেশে গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, বাক-স্বাধীনতা, বিনাবিচারে মানুষ হত্যা, ব্যাংক বিমা লুট, অর্থপাচার, উন্নয়নের নামে রাষ্ট্রীয় সম্পদ লুট করছে। বর্তমান ব্যবস্থায় গণমানুষের মুক্তি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।

সমাজতন্ত্র মেহনতি মানুষের মুক্তির পথ দেখাতে পারে উল্লেখ করে ডা. সামাদ বলেন, আমরা সমাজতন্ত্রে বিশ্বাসী দীর্ঘদিন রাজপথে আন্দোলনরত ৭টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাম ঐক্য গঠন করেছি।

নবগঠিত জোটের সাত দল হচ্ছে- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী), বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), জাতীয় বিপ্লবী পার্টি, সমাজতান্ত্রিক মজদুর পার্টি, বাংলাদেশের স্যোসালিস্ট পার্টি, বাংলাদেশের সমতা পার্টি ও বাংলাদেশের শ্রমিক পার্টি।

সংবাদ সম্মেলনে কমরেড হারুন চৌধুরী, কমরেড আবুল কালাম আজাদ, কমরেড ডা. শামছুল আলম, কমরেড সাহিদুর রহমান, কমরেড ফরহাত চৌধুরী, কমরেড তপন কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জোটের পক্ষ থেকে অবিলম্বে পূর্ণাঙ্গ রাজনৈতিক প্রস্তাব দাবি ও কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here