৫ জন ক্যান্সার আক্রান্তকে আড়াই লাখ টাকার চেক প্রদান করলেন এমপি আবু জাহির

0
221

মঈনুল হাসান রতন হবিগঞ্জপ্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের ৫ জন ক্যন্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তার ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির তার বাসভবনে এই চেকগুলো হস্তান্তর করেন। এ সময় তিনি অসুস্থ রোগীর স্বজনদের কাছ থেকে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এছাড়া চিকিৎসা সহায়তাসহ সরকারি বিভিন্ন সেবা গ্রহণে কাউকে অর্থকড়ি প্রদান থেকে বিরত থাকার আহবান জানান। হবিগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আবু নাঈম মৃধাসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
সহায়তাপ্রাপ্তরা হলেন- যশেরআব্দা এলাকার মৃত আবুধন সরকারের ছেলে হরিধন সরকার, উত্তর শ্যামলী এলাকার মৃত আজিজুল হকের ছেলে মোঃ রশিদ মিয়া, রামকৃষ্ণ মিশন রোড এলাকার প্রদীপ কুমার পালের মেয়ে শ্যামলী রাণী পাল, নাতিরপুর এলাকার আলফজ আলীর ছেলে মোছাঃ মমরাজ আক্তার ও মাহমুদাবাদ এলাকার মৃত হাসান আলীর মেয়ে ছায়া খাতুন।
সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা জানান, উল্লেখিত সকলেই দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎধীন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৫টি বিশেষ রোগের আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় এদের প্রতিজনকে ৫০ হাজার করে মোট আড়াই লাখ টাকার সহায়তা প্রদান করা হয়েছে। অসুস্থদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যরা চেক গ্রহণ করেন।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here