৫৮৩ জন নিয়োগ দেবে ফায়ার সার্ভিস

0
259

খবর৭১ঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ৫৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করেছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুসারে, ডুবুরি নেওয়া হবে ৫৭২ জন আর ফায়ারম্যান নেওয়া হবে ১১ জন। এতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এমন প্রার্থী আবেদন করতে পারেন। প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ ৩২ ইঞ্চি হতে হবে
পদের নাম: ডুবুরি (পুরুষ)।

বেতন: ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার ৩১০ টাকা।

যোগ্যতা: মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। বুকের মাপ ৩২ ইঞ্চি।

পদের নাম: ফায়ারম্যান (পুরুষ)

বেতন: ৮ হাজার ৮০০ টাকা থেকে ২১ হাজার ৩১০ টাকা।

যোগ্যতা: মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ন্যূনতম। বুকের মাপ ৩২ ইঞ্চি ন্যূনতম।

সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব পদে আবেদনের জন্য ১ মার্চ, ২০১৯ পর্যন্ত প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

প্রার্থীকে অনলাইনে www.fscd.teletalk.com.bd আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৭ মার্চ ২০১৯ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।

বিস্তারিত জানা যাবে ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here