৫২’এর ভাষা সৈনিক মীর শহীদ মন্ডলের ২য় মৃত্যুবার্ষিকী অাজ

0
417

মোঃ অালী হাসান জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবির কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,ভাষা সৈনিক মীর শহীদ মন্ডলের ২য় মৃত্যুবার্ষিকী । তিনি ১৯৩২ সালের ২২ শে সেপ্টেম্বর তৎকালীন বগুড়া জেলা বর্তমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার
বালিঘাটা ইউনিয়নের খাসবাগুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৃত: হাতেম আলী মন্ডল ও মাতার নাম নূরন্নাহার। রাজনৈতিক জীবন তিনি এই এলাকায় তরুন বয়সে কৃষকদের বিভিন্ন সমস্য নিয়ে কৃষক আন্দোলন গড়ে তোলেন।বিশেষ করে আখ চাষী,পাট চাষীদের সমস্য নিয়ে আন্দোলন করেন।১৯৫২সালে পাঁচবিবি এল বি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীর ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। স্বৈরাচার আইয়ুব বিরোধী নেতৃত্ব দেন।১৯৭১ সালে
মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ন ভুমিকা রাখেন।মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।।ইতোপূর্বে তিনি জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতিরও দায়িত্ব পালন
করেছেন। মীর শহীদ মন্ডল শুধু জয়পুরহাট নয়, তিনি মৃত্যুর আগে পর্যন্ত উত্তরবঙ্গের কৃষক মেহনতি মানুষের ন্যায় অধিকার
প্রতিষ্ঠার লক্ষে আজীবন সংগ্রম, আন্দোলন করে গেছেন। আজ পাঁচবিবি মীর শহীদ মন্ডল পৌর পাঠাগারে
উদ্যোগে স্বরন সভার আয়োজন করা হয়েছে। প্রয়াত মীর শহীদ মন্ডলের ২য় মূত্যুবার্ষিকীতে তাকে গভীর শ্রদ্ধার
সঙ্গে স্বরন করছি। উল্লেখ্য ২০১৬ সালের ১০ জুলাই বিকাল ০৪.৩০ ঘটিকায় বার্ধক্য জনিত কারণে ঢাকার সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মীর শহীদ মন্ডল ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ০২ ছেলে ও ০৩ মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here