৪ বছরের কারাদণ্ড পেতে পারেন ট্রাম্পের অ্যাটর্নি ও উপদেষ্টা মাইকেল কোহেন

0
248

খবর৭১: নির্বাচনী প্রচারে অর্থায়নের ও কর ফাঁকি দায়ে চার বছরের কারাদণ্ড পেতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি ও উপদেষ্টা মাইকেল কোহেন।

মার্কিন ফেডারেল আদালত জানান, কোহেন রুশ হস্তক্ষেপের অভিযোগের অনুসন্ধানে সহায়তা করেছেন। তবে তার স্বীকার করা অপরাধের জন্য কিছু বাধ্যতামূলক সাজা ভোগ করতে হবে।

শুক্রবার (৭ ডিসেম্বর) কোহেন এবং ট্রাম্পের আরেক উপদেষ্টা পল ম্যানাফোর্টের বিষয়ে সরকারি মেমো জারি করে মুয়েলারের তদন্ত দল।

এতে বলা হয়, কোহেন তদন্তে সহায়তা করলেও তদন্তকারীদলকে মিথ্যা তথ্য দিয়েছেন ম্যানাফোর্ট। মুয়েলারের তদন্ত দল বলছে, কোহেনের সাথে রুশ এক নাগরিকের যোগাযোগ ছিলো যিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here