৪৯তম স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা ওয়াশিংটন ডিসির

0
281

খবর৭১ঃ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবসকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দিলো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি।

ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার এই সংক্রান্ত ঘোষণা দেন বলে জানানো হয়েছে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে প্রকাশ করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে।

ঘোষণাপত্রটিতে বলা হয়, ওয়াশিংটনের মেয়র হিসেবে আমি এই বিশেষ উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সব জনগণকে অভিনন্দন জানাচ্ছি এবং ২০১৯ সালের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করছি।

আরও বলা হয়, এদিনে বাংলাদেশের জনগণ তাদের দেশের স্বাধীনতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং মুক্তিযোদ্ধাদের বীরত্ব স্মরণ করে।

এছাড়া ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রাখায় এবং বিভিন্ন স্থানীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করায় বাংলাদেশের দূতাবাসকে ধন্যবাদ জানান মুরিয়েল বাউজার।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here