৪২তম কলকাতা বই মেলার উদ্বোধন আজ

0
452

খবর৭১:আজ থেকে শুরু হচ্ছে ৪২তম কলকাতা আন্তর্জাতিক বই মেলা। বিকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার উদ্বোধন করবেন। এখন পুরোদমে চলছে স্টল বানানোর কাজ। যেটুকু কাজ বাকি থাকবে তা মঙ্গলবারের মধ্যে শেষ হয়ে যাবে।

ইতোমধ্যেই বইমেলা উপলক্ষে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল, মেলা প্রাঙ্গণের মোট নয়টি গেটেই শিশুদের পরিচিতি স্বরূপ ‘চিলড্রেন্স কার্ড’ বিলি করা হবে। মেলার প্রত্যেকটি গেটের বাইরে সেই অ্যাপ সম্পর্কে বিজ্ঞাপনও থাকবে। অ্যাপে শুধু বইমেলার স্টল সম্পর্কেই নয়, পূর্ণাঙ্গ রুট ম্যাপ, যে স্টলে আছেন এবং যে স্টলে যেতে চান তার রুট তীর চিহ্ন দিয়ে দেখতে পাবেন।

পাশাপাশি বইমেলার বড় বড় পাবলিশার্সদের স্টল কোথায়, যে স্টলে যেতে চান তাও রুটসহ দেখা যাবে এই অ্যাপের মাধ্যমে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here