৪০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি আইনশৃঙ্খলা বাহিনী

0
198

খবর৭১:ফিলিস্তিনের পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে ৪০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে দুইজন আইনপ্রণেতা রয়েছেন। অন্যরা সবাই হামাসের সমর্থক বলে দাবি করা হয়েছে।

ফিলিস্তিনের পশ্চিম তীরে রাতভর অভিযান চালিয়ে ৪০ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের মধ্যে দুইজন আইনপ্রণেতা রয়েছেন। অন্যরা সবাই হামাসের সমর্থক বলে দাবি করা হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী টুইটারে তাদের অফিসিয়াল পেজে জানিয়েছে, পশ্চিত তীর থেকে ৪০জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৩৭জন হামাসের কার্যক্রমের সঙ্গে জড়িত। এর আগে ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন অভিযানে ইসরাইলের হাতে ৪ ফিলিস্তিনি নিহত হয়। ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনের রামাল্লায় সার্স অভিযান পরিচালনার সময় এসব ঘটনা ঘটে। বুধবার গাজার পার্শ্ববর্তী ইসরাইলি সীমান্তের মধ্যে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে দুই ইসরাইলি সেনা নিহত হয়। ওই ঘটনার পর ইসরাইল পাল্টা অভিযান শুরু করে। সূত্র: আল-জাজিরা।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here