৪র্থ বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন পুতিন

0
354

খবর৭১:চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী মস্কোতে এ শপথ অনুষ্ঠিত হবে।
গত মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান পুতিন। দেশটিতে দীর্ঘ ১৮ বছর ধরে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন তিনি।
এদিকে পুতিনের শপথ অনুষ্ঠানের আগে গত শনিবার মস্কোসহ রাশিয়ার অন্য শহরে বিক্ষোভে নামে পুতিনবিরোধীরা। সে সময় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ বাধে।
সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবারের বিক্ষোভে এক হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে অর্ধেকই মস্কো শহরের। বাকিদের রাশিয়ার ১৯ শহর থেকে গ্রেপ্তার করা হয়।
এদিকে সোমবার পুতিন দায়িত্ব নেওয়ার সময় নতুনভাবে বিক্ষোভ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত ১৮ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় পান পুতিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী দলের পাভেল গ্রুদিনিন পেয়েছেন ১২ শতাংশ ভোট। কিন্তু কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের রিপোর্টে পুতিনের বিরুদ্ধে ভোটে অনিয়মের অভিযোগ উঠেছিল।
প্রেসিডেন্ট পুতিন ২০০০ সালে প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। টানা দুই দফায় আট বছর দায়িত্ব পালনের পর সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী হতে পারেননি তিনি। ওই বছর দিমিত্রি মেদভেদ রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং পুতিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর পর ২০১২ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়ে আবারও জয়লাভ করেন পুতিন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here