৩ শিক্ষককে অন্যায়ভাবে বরখাস্তের অভিযোগ ম্যানেজিং কমিটির বিরুদ্ধে

0
269

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের ৩শিক্ষক কে অন্যায় ভাবে বরখাস্থ করার অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সভাপাতির বিরুদ্ধে। সজনপ্রীতির মাধ্যমে পছন্দের শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৩ শিক্ষককে নিয়ম বহির্ভুতভাবে বরখাস্ত করেছে ওই বিদ্যালয় কমিটির সভাপতি।বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কাজী মতিনুর রহমান ওই শিক্ষকদেও নামে মিথ্যা অজুহাত দেখিয়ে ২৪ ঘন্টার নোটিশে বরখাস্ত করে এবং পছন্দের লোকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে নিয়োগ দিয়ে ব্যাংক থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নেয়ার অভিযোগ করেছেন ওই বরখাস্ত হওয়া শিক্ষকরা। গত বুধবার সভাপতির এসব সেচ্ছাচারিতা ও অনিয়ম, দুর্নীতি বন্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন বিদ্যালয়ের বরখাস্ত হওয়া তিন শিক্ষক। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, সহকারী শিক্ষক (শরীর চর্চা) শেখ মোঃ আবদুল ওয়াহাব ও সহকারী শিক্ষক (কম্পিউটার) মোসাঃ কামরুন্নাহার।তারা অভিযোগ করেন শিক্ষক ও অভিভাবকদের সালাম ও সম্মান প্রদর্শন না করা, রমজানে অতিরিক্ত ক্লাস না নেওয়াসহ কয়েকটি অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে ৪ জুন কারণ দর্শানো নোটিস করেন সভাপতি। ডাকযোগে পাঠানো ঐ নোটিস আমরা ১০ জুন হাতে পাই। পরের দিন নোটিসের জবাব দেই। অথচ ঐদিনই আমাদেও নামে বরখাস্তের আদেশ দেন। সাথে সাথে সহকারি শিক্ষক মোঃ শহিদুল্লাহ সরদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা তুলে নেন সভাপতি কাজী মতিনুর রহমান। তারা অভিযোগ করেন সভাপতির অনিয়ম, দুর্নীতি ও নিয়ম বহির্ভুতভাবে পছন্দের শিক্ষক নিয়োগের বিরুদ্ধে কথা বলায় তাদের বিরুদ্ধে এ ধরণের শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। যা বিধি বহির্ভুত ও অমানবিক।জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা অস্বাভাবিক। এক সাথে ৩জন শিক্ষককে বরখাস্ত করা বিধি বহির্ভুত। এ ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মতিনুর রহমানকে ফোন করা হলে সরাসরি কথা বলবেন বলে এড়িয়ে যান। তবে দ্বিতীয়বার ফোন করা হলে তিনি কোন কথা বলতেই রাজি হননি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here