৩৮ ও ৩৯তম বিসিএসের পরীক্ষার দিন নির্ধারণ

0
361

খবর৭১: ৩৮তম ও ৩৯তম বাংলাদেশ সিভিল সার্ভিস-বিসিএসের পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। আগামী ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ও ৮ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (২৯ মে) সকালে পিএসসির বিশেষ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮ থেকে ১৩ আগস্ট এই বিসিএসের কম্পোলসারি বিষয়ের পরীক্ষা হবে। এ ছাড়া সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।

৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের জন্য কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।

চিকিৎসক নিয়োগের ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। এতে মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন। এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। তারা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here