২ মাস ধরে পলাতক রুপালী ব্যাংকের ম্যানেজার গ্রেফতার

0
329

খবর৭১:এম এম আতাউর রহমান(জীবন),বগুড়া প্রতিনিধি:
বগুড়ার রূপালী ব্যাংকের মহাস্থানগড় শাখার ম্যানেজার জোবায়েনুর রহমানকে ২ মাস পর গ্রেফতার করেছে র‍্যাব। গত ফেব্রুয়ারি মাসে ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাৎ করে পলাতক ছিলেন তিনি।
শুক্রবার শরীয়তপুর থেকে জোবায়েনুরকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।গত কাল সন্ধ্যায় র‍্যাব-১২ এর বগুড়া স্পেশাল কোম্পানিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মেজর এসএম মোরশেদ হাসান জানান, টাকা আত্মসাতের পর ৪ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন জোবায়েনুর।
প্রথমে তার এই অন্তর্ধান রহস্যজনক মনে হলেও পরে ব্যাংক কর্তৃপক্ষ টের পান তিনি ব্যাংকে গচ্ছিত ২ কোটি ৬৯ লাখ ১ হাজার ৮০১ টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছেন। ৭ ফেব্রুয়ারি সদর থানায় তাকে আসামি করে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।
এরপর থেকেই তাকে গ্রেফতারে কাজ শুরু করে র‍্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার শরীয়তপুর সদর উপজেলার আটপাড়া গ্রামের একটি মাজার থেকে জোবায়েনুরকে গ্রেফতার করা হয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here