২ মাসে রাজস্ব আয় ২৮ হাজার ৩০৩ কোটি টাকা

0
322

খবর৭১:জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি ২০১৮-১৯ করবর্ষের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর (মূসক) এবং আমদানি-রফতানি শুল্ক মিলে মোট রাজস্ব আয় করেছে ২৮ হাজার ৩০৩ কোটি ৫৩ লাখ টাকা। যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ১ দশমিক ৫৩ শতাংশ বেশি।

গত করবর্ষের দুই মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল ২৭ হাজার ৮৭৬ কোটি ৭৫ লাখ টাকা।

এনবিআর সূত্র জানায়, খাতভিত্তিক রাজস্ব আয়ের হিসাব হলো-দুই মাসে আমদানি ও রফতানি শুল্ক খাত থেকে আয় হয়েছে ৯ হাজার ৭১৩ কোটি ৬৪ লাখ টাকা, স্থানীয় পর্যায়ে মূসক থেকে ১০ হাজার ৯৮৬ কোটি ৬২ লাখ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে ৭ হাজার ৬০৩ কোটি ২৭ লাখ টাকা।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here