কালো পোষাকে ২ মসজিদে বন্দুকধারীরা হামলা

0
226

খবর৭১ঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে একটি নয় বরং দুইটি মসজিদে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। প্রথমে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে আল নূর নামের একটি মসজিদ এবং পরবর্তীতে লিনউড নামের একটি মসজিদে হামলা চালায় ওই বন্দুকধারীরা।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে জুম্মার নামাজের সময় ওই হামলা চালানো হয়।

বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন।

ধারণা করা হচ্ছে এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, কালো পোশাক পরা এক ব্যক্তি হেলমেট পরে একটি মেশিনগান নিয়ে মসজিদে প্রবেশ করে হামলা চালায়।

আল নূর মসজিদে হামলার পরই লিনউড নামের এক মসজিদে দ্বিতীয় হামলা চালানো হয়।
এই প্রথম নিউজিল্যান্ডে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন বাংলাদেশ ক্রিকেটাররা। আহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে এই হামলার পর ক্রাইস্টচার্চের বাসিন্দাদের বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া তাদের প্রার্থনার জন্য আপাতত মসজিদে যেতেও নিষেধ করা হয়েছে।

হামলার সময় মসজিদটির খুব কাছেই ছিলেন বাংলাদেশ দলের তামিম, মিরাজ, তাইজুলরা। এরপর সেখানকার পথচারীরা ডিনস এভিনিউয়ের দিকে ক্রিকেটারদের যেতে নিষেধ করেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। দ্রুত পার্ক ত্যাগ করে অবস্থান নেন হোটেলে।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here