২৮ বছর পর ধ্বংসযজ্ঞ ক্ষতিপূরণের দাবিতে আইনপ্রণয়ন করছে ইরাক!

0
329

খবর৭১: ইরাকের ওসিরাক পরমাণু চুল্লিতে ১৯৮১ সালে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ধ্বংস হয় পারমাণবিক চুল্লি ও তার সাথে নিহত হন ১১ ইরাকি। প্রায় ২৮ বছর পর সেই ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের ক্ষতিপূরণের দাবিতে আইনপ্রণয়ন করতে যাচ্ছে ইরাকি পার্লামেন্ট।

সোমবার ইরাকি পার্লামেন্টে পেশ করা ওই খসড়া আইনে দেখা গেছে, ইসরাইলি হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনায় ইসরাইয়েলের কাছে ক্ষতিপূরণ দাবির কথা বলা হয়েছে।আইনটি অনুমোদন করা হলে, ২৮ বছর আগের সেই ক্ষয়ক্ষতি ও প্রাণহানির জন্য ইসরাইয়েলের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করতে পারবে ইরাক। প্রস্তাবিত এই আইনের লেখক ওদি আওয়াদ এক বিবৃতিতে জানান, ১৯৮১ সালের ওসিরাক পরমাণু চুল্লিতে ইসরায়েলের বিমান হামলায় ওসিরাক পরমাণু চুল্লিতে বিমান হামলা চালায়। এতে চুল্লি ধ্বংসের পাশাপাশি সেনা সদস্যসহ নিহত হন ১১ ইরাকি। ১৯৮১ সালের ওই হামলায় পরিষ্কারভাবে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এ কারণেই ইরাকিদের অধিকার রয়েছে, সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দাবি করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here