২৭ দিন পর্যন্ত সুপ্ত থাকতে পারে করোনা ভাইরাস

0
345
ইরানে করোনায় মৃত্যু বেড়ে ৪

খবর৭১ঃ
১৪ দিনেই প্রকাশ পায় করোনা ভাইরাসের লক্ষণ। চীনে ব্যপকভাবে করোনা ভাইরা ছড়িয়ে যাওয়ার পর এমন কথারই প্রচলন হয়েছিলো। আর এ কারণে বিশ্বের বিভিন্ন দেশ চীন ফেরতদের কমপক্ষে ১৪ দিনের জন্য সঙ্গরোধ করে রাখে। তবে এবার ভিন্ন এক তথ্য দিল চীনের হুবেই প্রদেশের স্থানীয় সরকার। তাদের পক্ষ থেকে এখন বলা হচ্ছে, ১৪ দিন নয় ২৭ দিন পর্যন্ত মানব শরীরে সুপ্ত থাকতে পারে করোনা ভাইরাস। আর এমনটি হলে করোনা ভাইরাস প্রতিরোধে চীনকে আরো হিমশিম খাওয়া লাগতে পারে।

শনিবার হুবেই প্রদেশের স্থানীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, জিয়াং নামের এক ব্যক্তির শরীরে ২৭ দিন পর্যন্ত করোনা ভাইরাস সুপ্ত ছিল। জানা গেছে, গত ২৪ জানুয়ারি হুবেই প্রদেশের শেননংজিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত বোনের সঙ্গে দেখা করতে যান জিয়াং। ওই ঘটনার ২১ দিন পর অর্থাৎ চলতি মাসের ২০ তারিখে জ্বরে আক্রান্ত হন জিয়াং।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here