২৪ রুশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

0
276

খবর৭১: রাশিয়ার সাত প্রভাবশালী ব্যক্তি ও ১৭ সরকারি কর্মকর্তাসহ মোট ২৪ জনের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বিশ্বজুড়ে ক্ষতিকর কাজের অভিযোগে ট্রাম্প প্রশাসন শুক্রবার (৬ এপ্রিল) তাদের ওপর এই অবরোধ আরোপ করে।

অবরোধের আওতায় আসা সাত প্রভাবশালীর অধীনস্থ ১২ কোম্পানি, রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান ও একটি ব্যাংকের ওপরও এই অবরোধ বলবৎ হবে।

মার্কিন অর্থমন্ত্রী স্টেভেন মুচিন জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের পাশাপাশি পূর্বাঞ্চলীয় ইউক্রেনের ক্রিমিয়া ও সিরিয়া নিয়ে ক্রেমলিনের ভূমিকার জবাবেও এই অবরোধের পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে গেলো মাসে রাশিয়ার ১৯ জন ব্যক্তির ওপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here