২৪ ঘণ্টায় হাসপাতালে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

0
463
২৪ ঘণ্টায় হাসপাতালে কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা

খবর৭১ঃ

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ৭৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে রাজধানীতে ৩৪৯ এবং বিভাগীয় শহরে ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৬০ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত এক মাসে সবচেয়ে কম।

গত ৭ আগস্ট এক মাসের মধ্যে সবচেয়ে বেশি দুই হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে ২১ আগস্টের পর থেকে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here