২৩ দেশের কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ

0
419

খবর৭১:বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা জবাব হিসেবে নতুন পদক্ষেপ নিয়েছে মস্কো। ২৩ দেশের কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মস্কোয় ওইসব দেশের কূটনীতিকদের শুক্রবার সকালে ডেকে পাঠানো হয়েছিল।
৬০ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার ও সেন্ট পিটারসবার্গে মার্কিন কনসুলেট বন্ধ ঘোষণার একদিন পর রাশিয়া এ ধরনের পদক্ষেপ নিলো।

যেসব দেশের কূটনীতিকদের রাশিয়া ছাড়তে বলা হয়েছে-অস্ট্রেলিয়া, আলবেনিয়া, জার্মানি, ডেনমার্ক, আয়ারল্যান্ড, স্পেন, ইতালি, কানাডা, লাটভিয়া, লিথুনিয়া, মেসিডোনিয়া, মলদোভা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, রোমানিয়া, ইউক্রেন, ফিনল্যান্ড, ফ্রান্স, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, সুইডেন ও এস্তোনিয়া।

মস্কো জানিয়েছে, তারা বেলজিয়াম, হাঙ্গেরি, জর্জিয়া ও মন্টেনিগ্রোর কূটনীতিকদেরও বহিষ্কারের ব্যাপারে চিন্তাভাবনা করছে। তবে মস্কোর ওই বিবৃতিতে ন্যাটোর ব্যাপারে কিছু বলা হয়নি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here