২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় অখুশি নই, পুরোপুরি সন্তুষ্টও নই: কাদের

0
220

খবর৭১ঃ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে ‘অখুশি নই, পুরোপুরি সন্তুষ্টও নই’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুরে দলটির ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে, বেলা ১২টায় সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১নং অস্থায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন বিচারক শাহেদ নুর উদ্দিন। এতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিস চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে। বাকি ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ রায়ে হামলার মাস্টার মাইন্ডের সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশম্যান্ট হওয়া উচিত ছিল।

তিনি আরো বলেন, মুফতি হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলে গেছেন, হামলায় তারেক রহমানের অনুমতি ছিল। এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তখনকার সরকার আলামত নষ্ট করে দিয়েছে। খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিলেন। কিন্তু সরকার চালাচ্ছিল হাওয়া ভবন।

ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, তখনকার সরকার এফবিআইকে তদন্ত করতে দেয়নি। স্কটল্যান্ড ইয়ার্ডকেও আসতে দেয়নি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here